SHIPPING & RETURN

দ্রুততা, নিরাপত্তা, যথাস্থানে পণ্য পৌঁছানো ইত্যাদি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনাপূর্বক আমরা আপনার কাছে পণ্য সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করি। এক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুসারে, আমরা এই মুহুর্তে পাঠাও কুরিয়ার এর মাধ্যমে পণ্য সরবরাহের ব্যবস্থা করছি। তবে ভবিষ্যতে আরো ভালোভাবে আপনার কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য অন্য যে কোনো মাধ্যম আমরা বেছে নিতে পারি।

হোম ডেলিভারির জন্য:

বর্তমানে যেসব এলাকায় আপনার অবস্থান হলে পাঠাও কুরিয়ার থেকে হোম ডেলিভারি পাবেন সেগুলো এখানে দেওয়া আছেঃ Pathao Home & Point Delivery। এখানে হোম ডেলিভারি লেখা ছাড়া বাকি জায়গাগুলোতে হোম ডেলিভারি হবে না, শুধুমাত্র উল্লেখিত পয়েন্ট ডেলিভারি লেখা স্থানে গিয়ে পণ্য সংগ্রহ করতে হবে।

হোম ডেলিভারি পেতে অবশ্যই নিচের ফরম্যাটে পণ্য গ্রহণকারীর পূর্ণ বিবরণ দিতে হবেঃ

নাম:
মোবাইল নাম্বার:
বাড়ির নাম (যদি থাকে) ও হোল্ডিং নাম্বার:
রোডের নাম ও নাম্বার (যদি থাকে):
থানা:
জেলা:

এভাবে পূর্ণ বিবরণ না দেয়ার কারণে যদি পার্সেল না যায় অথবা রিটার্ন আসে,

কিংবা,

কুরিয়ারের ফোন রিসিভ না করার কারণে / কুরিয়ার থেকে পাঠানো মেসেজ না দেখার কারণে যদি পার্সেল না যায় অথবা রিটার্ন আসে, তবে রৌপ্যরূপ / কুরিয়ার অফিস কোনোভাবেই দায়ী থাকবে না। এসব কারণে পণ্য ফেরত এলে সেক্ষেত্রে কুরিয়ারের রিটার্ন চার্জ অবশ্যই ক্রেতাকেই বহন করতে হবে।

অর্ডার করার পদ্ধতি:

বিকাশ/নগদ মার্চেন্ট নাম্বার: 01975234535

ওয়েবসাইটে auto payment gateway নেই, তাই manually payment করবেন নিজেই, পেমেন্ট না করে এমনিতে অর্ডার করলে কোনোভাবেই অর্ডার কনফার্ম হবে না।

🛑 Cash on delivery নিলে:

200 টাকা অগ্রিম বিকাশ/নগদ পেমেন্ট করবেন।

200 টাকার মধ্যে 100 টাকা ডেলিভারি চার্জ : পাঠাও

অতিরিক্ত 100 টাকা প্রোডাক্টের মূল্য থেকে বাদ যাবে। আর প্রোডাক্ট রিটার্ন চলে আসলে সেটা রিটার্ন চার্জ হিসেবে গণ্য হবে।
 
মোট ক্যাশ অন ডেলিভারি:
প্রোডাক্ট প্রাইস + 100 ডেলিভারি চার্জ – অগ্রিম 200 + *ক্যাশ কালেকশান চার্জ (হাজারে 10 টাকা)
 
 
🛑 ফুল পেমেন্ট করলে:
প্রোডাক্টের প্রাইস + 100 কুরিয়ার চার্জ (ওয়েবসাইটে ফুল পেমেন্ট করলে ডেলিভারী চার্জ ফ্রি পাবেন)

 

🛑 দুপুর 12 টা এর মধ্যে পেমেন্ট কনফার্ম করা হলে সেদিনই কুরিয়ারে যাবে। এরপর হলে তার পরেরদিন যাবে।

পেমেন্ট করার পর সম্পূর্ণ নাম্বার এবং ট্রান্সেকশান আইডি Checkout page এ দিয়ে কনফার্ম করবেন।

*ক্যাশ কালেকশান চার্জঃ ক্যাশ অন ডেলিভারি এর ক্ষেত্রে আপনার কাছ থেকে ক্যাশ সংগ্রহ করে আমাদের ব্যাংক একাউন্টে জমা করার জন্য কুরিয়ার কোম্পানী একটা সার্ভিস চার্জ নেয়, প্রতি হাজারে ১০ টাকা করে। সেটা আপনার বিল এর সাথে যোগ করা হবে।

ট্র্যাকিং:

  • পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো পণ্যের ট্র্যাকিং করতে আপনার মোবাইল নাম্বারে পাঠাও কুরিয়ার হতে প্রেরিত মেসেজ থেকে লিংকটি ব্যবহার করুন।  সেখান থেকে পণ্যের বর্তমান অবস্থান দেখতে পাবেন।
  • পণ্য আমরা বুকিং করার পর আপনার নিকট পৌঁছানোর সময়টা সম্পূর্ণভাবে কুরিয়ারের উপর নির্ভর করে।

রিটার্ন পলিসি:

  • পছন্দ না হওয়া / ইচ্ছে না হওয়া / কোনো অযৌক্তিক কারণে পণ্য ফেরত দেওয়া যাবে না।
  • ভুল পণ্য / নষ্ট বা ভাঙ্গা পণ্য এসব ক্ষেত্রেঃ

পণ্য হাতে পাওয়ার পর সেটি কোনভাবেই ব্যবহার না করে অবশ্যই যত দ্রুত সম্ভব ছবি তুলে / ভিডিও করে আমাদেরকে ফেইসবুক মেসেঞ্জার / হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে হবে। সর্বোচ্চ ৩ দিনের মধ্যে সেটি আমাদের কাছে ফেরত পাঠিয়ে আমাদেরকে অবশ্যই অবহিত করতে হবে। অন্যথায় তা ব্যবহৃত বলে গন্য করা হবে।

  • ব্যবহৃত পণ্যের ক্ষেত্রেঃ

রুপার গহনার যথার্থ ব্যবহারবিধি অনুযায়ী ব্যবহারের পর ও যদি সেটা ১ মাসের মধ্যে নষ্ট হয়, তবে তা আলোচনা সাপেক্ষে (রুপার গুনগত মান অযথার্থ বিবেচনায়, এক্ষেত্রে রুপার ব্যবহার বিধি ও যত্ন অংশটি অবশ্যই বিবেচ্য ও পালনীয়) রিটার্ন করা যাবে।

  • যে কোনো ক্ষেত্রেই পণ্য ফেরত পাঠানোর সময় নিচের বিষয়গুলো পালন করতে হবেঃ

– ফেরত পাঠানোর (ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে) কুরিয়ার চার্জ অবশ্যই ক্রেতার বহন করতে হবে।

– আমাদের অরিজিনাল বক্স যেটা ক্রয়ের সময় দেওয়া হয়েছিল, অবশ্যই সেটাতেই পাঠাতে হবে।

– যদি ফেইসবুক / হোয়াটসএপ মেসেঞ্জারের মাধ্যমে ক্রয় করা হয়, তাহলে যে মেসেঞ্জার আইডি থেকে ক্রয় করা হয়েছিল, সে আইডি থেকেই অভিযোগ করতে হবে। ওয়েবসাইট থেকে ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার নাম, মোবাইল নাম্বার, অর্ডারের তারিখ ও অর্ডার নাম্বার উল্লেখ করতে হবে।

– ক্রয়ের তারিখ হতে ১ মাস পর আর কোনো অভিযোগ কোনো অবস্থাতেই গ্রহনযোগ্য হবে না।

– ফেরত দেওয়া পণ্য আমাদের কাছে এসে পৌঁছানোর পর তা ক্রেতাকে জানানো হবে। এরপর ফেরত দেওয়া পণ্যের (অব্যবহৃত) সমমূল্য কিংবা তার চাইতে বেশি মূল্যের একই পণ্য (স্টক থাকা সাপেক্ষে) / অন্য কোনো পণ্য ক্রয় করতে হবে। বেশি মূল্যের পণ্য ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে। ক্রয়ের তারিখ হতে ১ মাস ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে বিক্রয়মূল্যের সর্বোচ্চ ৬০% মূল্য পরিবর্তনযোগ্য মূল্য হিসেবে বিবেচিত হবে।

– পণ্য কোনো অবস্থাতেই একবারের বেশি ফেরত দেওয়া যাবে না।

Close My Cart
Close Wishlist
Recently Viewed Close
Close

Close
Navigation
Categories