Product Care & Repair
নিত্য ব্যবহার
ইতালিয়ান 925 রুপা, দেশী চাঁদি রুপা, ইন্ডিয়ান ৮০ টনস এর রুপা রাফ ইউজ করা যাবে। কারণ এগুলো তুলনামূলক ভারী, কম মোলায়েম ও খুব বেশি সূক্ষ্ম কাজের নয়।
স্টার্লিং সিলভার 925 রাফ ইউজ না করে যত্নে ব্যবহার করা ভালো। এতে গহনার উপরের হোয়াইট গোল্ড কোটিং চকচকে থাকে। তবে, রাফ ইউজ মানে বাইরে ব্যবহার করা যাবে, শুধু ঘরোয়া কাজ এড়িয়ে চলতে হবে (রান্না ,ধোয়ামোছা, খেলাধুলা ইত্যাদি ঘরোয়া ভারী কাজ)। কারণ,স্টার্লিং সিলভারের গহনাগুলো গঠনগত কারণে খুব মোলায়েম ও সূক্ষ্ম কাজের হয়। স্টার্লিং সিলভারের গহনা তারপরও যদি ঘরোয়া কাজ করার সময় রাফ ইউজ করা হয়, তাহলে স্টোন পড়ে যাওয়া কিংবা চেইন ছিঁড়ে যাওয়া, উপরের কোটিং নষ্ট হওয়া সহ বিভিন্ন ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
স্টার্লিং সিলভার 925 এর গহনা বাচ্চাদের পরার উপযোগী নয়। কারণ বাচ্চারা গহনার যত্নের ব্যাপারে বড়দের মতো সচেতন নয়।
আর যদি রাফ ইউজ করা না হয়, কেবলমাত্র বাইরে বের হওয়ার সময় ইউজ করা হয়, সে ক্ষেত্রে বাইরে থেকে এসে ঘাম মুছে নিয়ে, প্লাস্টিকের পলিব্যাগ করে বদ্ধ কৌটায় রেখে দিলে একদম ভালো থাকবে। এতে চকচকে ভাবটাও একই রকম থেকে যাবে। শুকনো এবং শীতল জায়গায় রাখলে গহনা ভাল থাকে। রুপা পাঠানোর সময় যে প্লাস্টিকের পলি ব্যাগ দেওয়া হয়, সেই ধরনের প্যাকেটে রুপা রাখতে পারেন।